বাবা
মোঃ মেহেদী হাসান


পৃথিবীতে বাবাই এক মাত্র ব্যক্তি যিনি রোধ বৃষ্টি ও,
ঝড়ের মধো মাটিতে ফসল ফলিয়ে অন্য এনেদেয় মুখে।
বাবার জতই কষ্ট হউক না কেন সন্তান,
কোন কিছু চাওয়া মাত্র এনেদেয় কাছে।
বাবা নিজে ভালো কাপড় চোপড় না পড়ে,
সন্তানকে এনে দেয় নতুন নতুন কাপড় চোপড়।
সন্তান জতই অপরাধ করুক না কেন তিনি,
হাসি দিয়ে সেই অপরাধ যায় ভুলে।
বাবা  তোমার সাথে তুলনা,
করার মতো কেহই নাই দুনিয়াতে।