স্বাধীনতা
মোঃ মেহেদী হাসান


স্বাধীনতা তুমি এসেছো বলে
আজ শিশুর মুখে হাসি।
স্বাধীনতা তুমি এসেছো বলে
অতিথি পাখি এসে মন প্রাণ উজাড় করে করছে ডাকাডাকি।
স্বাধীনতা তুমি এসেছো বলে
সাজ সকালে প্রভাত ফেরি রেলি হয়।
স্বাধীনতা তুমি এসেছো বলে
মাঝি জেলে কৃষক মুগ্ধ হয়ে গান গায়।
স্বাধীনতা তুমি না আসলে এধার আমরা
আজও পাকিস্তানিদের হাতে লাঞ্ছিত হতাম।
স্বাধীনতা তুমি বাঙালি জাতির
পাওনা এক অনন্য সাত রাজার ধন ও সম্পাদ।
স্বাধীনতা তুমি এসেছো বলে আমরা সকল বাঙালি মানুষ পাকিস্তানিদের নির্জতন অত্যাচার থেকে মুক্ত।