হে কবি
মোঃ মেহেদী হাসান


হে কবি,
তুমি কাব্যকথা ছবি।
হে কবি,
তোমার হাতের কলমে হয় অন্যায় এর প্রতিবাদ এর বানী।
হে কবি,
তুমি মানব কল্যাণ এর জন্য এক মহা প্রদীপ।
হে কবি,
তোমার চেহারা যেন প্রেম ও মায়া বতি।
হে কবি,
তুমি তোমার কাব্যকথা কথা দিয়ে এঁকেছ একটি রঙ্গিন মানচিত্র।
হে কবি,
তুমি পূনিমার রাত জাগা একটি ভাবুক মনো বিঙ্গানী।
হে কবি,
তোমার কবিতার প্রেমিক এই বিশ্য বাঁশি।
হে কবি,
তোমার কবিতা পরে সৈনিকের মনে তৈরি হয়  তেজ ও শক্তি।
হে কবি,
তুমি কবিতার মাধ্যমে তৈরি করেছো প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসার সৃষ্টি।