হিংসা ও ঘৃণা
মোঃ মেহেদী হাসান
আমি আজ অসুস্থ বলে পরে রয়েছি বিছানায়,
তাই আমি মল মূত্র ত্যাগ করি বিছানায়।
তাইতো আমার বিছানায় পাশে এসে বসে,
না কেউ কারন দূর গন্ধ আসছে বলে।
আড়ে আমি এক জন মুনুস্য রুগী বলে,
মল মূত্র ত্যাগ করি বিছানায়।
আমি তোমার মতো সুস্থ সবল হতাম তাহলে,
কী বিছানায় মল মূত্র ত্যাগ করতাম।
আমি মল মূত্র ত্যাগ করি বিছানায় তার জন্য তোমার, হিংসা ও ঘৃণা হয় তার জন্য কী আমি মানুষ নই।