আমি একজন কৃষক
মোঃ মেহেদী হাসান
আমি একজন কৃষক মাঠে ফালাই ফসল সাড়া দিন,
রোধ বৃষ্টিতে ভিজে কাজ করি মাঠে।
ফসল কাটার পর মনে হয় আনন্দ সাড়া,
দিন রোধ ও বৃষ্টিতে ভিজার কষ্ট যাই ভূলে।
বাজারে গিয়ে ফসল বিক্রয় করে আমি অন্য,
কিনে বৌ বাচ্চা নিয়ে খানা খাই পেট ভরে।
মনে আছে শান্তি কোন চিন্তা নেই হালাল টাকা,
কামাই করি তাই দিয়ে চলাফেরা করি।
কাজ কর্ম করার ফাঁকে শুজক পেলে বাঁশি নিয়ে,
মনের শুঁখে গান গাই ও প্রকৃতি সুন্দর্য উপভোগ করি।
বৌ আমার করে খেদমত গরম গরম ভাত রান্না করে,
নিয়ে আসে মাঠে আমার মাথার ঘাম আচলদিয়ে দেয় মুছে।
আমার হাতে থাকে মাটি কাদা তাই আমার বৌ ভাত মেখে,
দেয় মুখে এমন দৃশ্য দেখে প্রকৃতির সকল সৃষ্টি আনন্দে আত্মাহারা।
আমিও হই মহা খুশি বৌ এর জন্য দোয়া করি,
সব সময় মোড় বৌকে ভালো রেখো আল্লাহ।
পরিবারের নেই কারো প্রতি হিংসা ও ঘৃণা সবাই মিলে,
মিশে থাকি একজোটে রাত এলে গল্পকরি মন খুলে।
রাত্রিবেলা বৌ আমার শরিল দেয় টিপে সাড়া,
দিন পরিশ্রম করার ব্যাথা শরিল থেকে যায় দূর হয়ে।
বৌ বাচ্চা সঙ্গে নিয়ে ঘুম দেই নাক ডেকে মনে নেই ভয়,
মোড় ঘরে দামি জিনিশ নাই তাই চোর ডাকাতের ভয় নাই।
তাই ণিচ চিন্তায় ঘুম দেই কখন যে সকাল হয়ে যায় তার টের,
নাই বা পাই মোড় মতো শান্তিতে কোন লোক আর নাই।