আমি শিক্ষক হবো
মোঃমেহেদী হাসান


আমি শিক্ষিত হয়েছি আমি একজন,
আদার্শ বান শিক্ষক হবো বলে।
কতো ইস্কুল কলেজ মাদ্রাসা আমি চাকরি,
করার জন্য দিয়েছিলাম সিভি কতো দরখাস্ত।
আমি চাকরি পরীক্ষায় ও ভাইবা দিয়ে টিকে
যেতাম, কিন্তু দুর্ভাগ্য আমার চাকরি হয় না।
কারণ শিক্ষক নিয়োগ দেওয়ার সময়
কতো জনের চাকরি সুপারিশ করার জন্য মন্ত্রী মশাই এর ফোন।
কেউ আবার চাকরি লওয়ার জন্য দালাল ধরে দেয়,
অনেক টাকা পয়সা যার জন্য চাকরি হয় ওই ব্যাক্তির।
আমি শিক্ষিত মেধাবী ছাত্র, আমার শিক্ষার কোন মূল্য নেই,
কারণ না আছে আমার কোন মন্ত্রী মশাই না আছে টাকা পয়সা।
আমি গরিব ঘরের সন্তান মা- বাবা স্বপ্ন ছিলো ছেলে আমার শিক্ষিত হয়ে,
শিক্ষক হয়ে আমাদের বৃদ্ধ বয়সে উপার্জন করে খাওয়াবে।
আজ আমার কোন মন্ত্রী মশাই নেই এবং কোন,
টাকা পয়সা নেই তার জন্য চাকরি হলো না।
চাকরি খুঁজতে খুঁজতে আমার বৃদ্ধ মা- বাবা মারা গোলো এখন আমার এই শিক্ষা দিয়ে কী লাভ হবে?
আমি যে আমার বৃদ্ধ মা - বাবাকে উপার্জন,
করে খাওয়াতে পারলাম না।