মা
মোঃ মেহেদী হাসান
মা, কথাটি সত্য অতি কিন্তুু জান ভাই,
ইহার চেয়ে নামজে মধুর ত্রি ভুবনে নাই।
তোমার কোলে মাথা রেখে ঘুমাই ঘখন,
আমি মনটা তখন ব্যাকুল হয়ে করে ছোটাছুটি।
মা যে, আমার সোনার খনি,
দুই নয়নের আলো।
তোমার আদর, স্নেহ, মায়ায় ও,
মমতায় জুড়িয়ে যায় আমার প্রান।
তোমার মুখখানি দেখলে,
মাগো ক্ষুধা নিবারণ হয়।
তুমি যে, আমার প্রিয় শিক্ষকা,
সেই, আদার্শলিপির।