মুজিব তুমি


মোঃ মেহেদী হাসান


তুমি শেখ মুজিবুর রহমান তুমি বাংলার মাটির, অহংকার তোমার ছিলনা  কোন হিংসা ও ঘৃণা  ।
তুমি বাঙালি জাতির নিকট গৌরবের পাত্র,
তোমার নিকট ছিলনা কোন ধর্ম নিয়ে দীধা দন্ধ।
মুসলিম হিন্দু বধ্য খৃস্টান সহ সকল শ্রিনির মানুষ ছিলো,
তোমার কাছে আপন শুখে দুঃখে থাকতে তুমি সবার পাশে।
নিজের শুখ শান্তি বিসর্জন দিয়ে সব সময় তুমি, বাঙালি জাতির শুখ দুঃখ শুনতে এবং দেখতে।
নিজের জীবন বাজি রেখে সব সময় তুমি,
অন্যায় ওঅত্যাচার জুলুম এর প্রতিবাদ করতে।
এজন্য তোমাকে বহুবার জেল খাটতে হয়েছে তবুও, তুমি দুঃখ পাওনি কারন বাঙালি জাতির জন্য কাজ করেছো।
নিজ সার্থ লাভ ছাড়া কোন মানুষ অন্য লোকের জন্য নিজের জীবন,
বাজি রেখে কাজ করে তা কখনো বাঙালি জাতি দেখেনি।
কিন্তুু শুধু মাত্র বাঙালি জাতি দেখেছে তোমাকে হে শেখ মুজিবুর রহমান,
তাইতো আজ তোমাকে বাঙালি জাতি সব সময় সরন করে।