ওহে মুমিন মুসলমান
মোঃ মেহেদী হাসান


ওহে মুমিন মুসলমান আল্লাহ্ আঁকবার বলে চলে এসো রাজ পথে কিছু অসাধু ব্যবসায়ী দের সাথে লড়বো।
যারা গুদামজাত করে পণ্যদ্রব্য লোকদের কাছে বলেন বাজারে নাই অল্প আছে তাই সেই পন্যদ্রব্য  চরাদামে বিক্রয় করে।
গরীব অসহায় মানুষদের মাথায় ঘাম পায়ে ফেলে কিছু অর্থ উপার্জন করে তাইদিয়ে সংসার চলে কোনরকমভাবে।
তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী গন পন্যদ্রাব্য দাম বৃদ্ধি করে করছে ব্যবসায় বাণিজ্য।
তাই আজ ঝরছে অসহায় খেটে খাওয়া মানুষদের চোখে অশ্রু যে আয় তাইদিয়ে পন্যদ্রব্য  কেনার ক্ষমতা নেই।
বাসায় গিয়ে বৌ বাচ্চাদের মুখে খাবার দিতে না পেরে করছে আত্মহত্যা কেই আবার সহ পরীবারে করে আত্মহত্যা।
আর মোরা মুমিন মুসলমান জাতি  সইতে পারছিনা মোরা সকল মুমিন মুসলমান  আল্লাহ্ আঁকবার ধ্বনি বলে লড়বো অসাধু ব্যাবসায়ীদের সাথে।
ছিনিয়ে এনে বিলিয়ে দিবো ওদের গুদাম যাত করা পণ্যদ্রব্য মানুষদের কাছে এবং দিবো তাদের সল্প মূল্য সারা বছর পণ্যদ্রব্য।
রচনা সমায়ঃ তারিখ, ১০/০৫/২০২২ ইং