অনাথ শিশু


মোঃ মেহেদী হাসান


পেটের ক্ষুধায় জলছে আগুন তোরা,
ভাই আমাকে একটু খাদ্য দেয়।
ক্ষুধার ঝালা আর সহাইতে পারছিনা ফুটপাতে,
পরে থাকা পচা খাদ্য মোড় গলা দিয়ে যাচ্ছে নারে।
তোরা ভাই অট্রলিকায় থাকিস তোরা সাহেব,
বাবু তোদের চোখে পড়া কালো রংঙ্গের চশমা।
তাই মোর মতো অনাথ শিশু পেটের ক্ষুধা,
ছটফট করে তা তোদের চোখে পরে না।
নেই ঘরবাড়ি তাই থাকি ফুটপাতে ঘুমিয়ে থাকি রাস্তার,
পাশে কতো কুকুর এসে প্রসাব করে মোর গায়ে।
রাস্তার পাশে পরে থাকা চিরা নোংরা কাপড় পড়ে, করি চলাফিরা এবং নিজের লজ্জা এস্থান ডাকি।