প্রকৃতির সুন্দর্য
মোঃমেহেদী হাসান
প্রকৃতির সুন্দর্য নীলা খেলা তুমি,
যদি নিজ চোখে দেখতে চাও।
মুয়াজ্জিনের আজানের ধনী     ,
সময় বেরিয়ে পড় মাঠে ঘাটে।
দেখতে পাবে মুয়াজ্জিনের পবিত্র আজানের ধনী , শুনে গাছের ডালে ডালে ফুটছে কতো রঙ্গের ফুল ।
পূর্ব আকাশে দেখতে পাবে সূর্য মামা কী,
সুন্দর ভাবে হাসি খুশি ভাবে উদিত হচ্ছে।
সূর্য  মামার আলোর রশ্মি তোমার চেহারা,
উপর   ঝিলমিল   করে পড়ছে।