বসন্ত কাল


মোঃ মেহেদী হাসান


আসুক বসন্ত কাল ধরুক গাছের ডালে ডালে,
ধরুক  নতুন নতুন  পাতা হউক সবুজ শ্যামল।
আসবেন অতিথি পাখি বসবেন ডালে ডালে করবে, নানা ভাষায়  গান তাই শুনে জুড়িয়ে যাবে প্রান।
গাছের ডালে ডালে ধরবে নানা ধরনের ফুলের,
কুড়ি মৌমাছি মৌ নিবে যাকে যাকে আসি।
তরুণ তরুণী পড়িবে হলুদ রঙ্গের জামা কাপড়, চারিদিকে মনে হবে বসন্ত কাল যে সবার কাছে কতো প্রিয়।