তোমারি সৃষ্টি
মোঃ মেহেদী হাসান


হে আল্লাহ তোমারি সৃষ্টি,
কতোই না সুন্দর।
তোমারি সৃষ্টি কোন,
তুলনা হয় না।
ভোর বেলা উঠে দেখি,
পূর্ব আকাশে সূর্য মামা।
আরও দেখি গাছের ঢালে,
ঢালে না রকমের পাখি।
পাখি গুলো কী মিষ্টি মাখা,
শুরে গান গিয়ে বেড়াচ্ছে।
প্রভাত পেরুলে দেখা যায়
বিভিন্ন,
রকমের ফুল গাছের ডালে ডালে।
আরও দেখি সূর্য মুখী ফুল,
সারি সারি ভাবে ফুটে আছে।
সূর্য মুখী ফুল গুলো সূর্য মামা,
উঠার সঙ্গে সঙ্গে ফুটে।
আরও লক্ষ করলুম সূর্য মুখী ফুল গুলো সূর্য,
মামা যেদিকে ঘুরে বেড়ায় সেই দিকে মুখ করে থাকে।
প্রকৃতির সৃষ্টি কতো নদী নালা,
খাল ও বিল সেখানে ফুটে কাস ফুল।
নদীর চরে চরে ঘুরে বেড়ায়,
কতো নানা ধরনের পাখি।
নদীতে টুপুরটুপুর করে কতো,
পানকৌড়ি মাছ ধরে বেড়াচ্ছে।
কতো জেলে মানুষ তার জাল,
টেনে ধরছে পদ্মানদীর ইলিশ মাছ।