ভালবাসি
মোঃ মেহেদী হাসান


আমি মেঘকে ভালবাসি
কিন্তুু বজ্রপাত এর শব্দ নয়।
আমি বসন্ত কালকে ভালবাসি,
কিন্তুু অতিথি পাখিকে তাঁরাতে  নয়।
আমি শীতকে ভালবাসি
কিন্তুু হার কাঁপানো শীতের উস্মতাকে নয়।
আমি সূর্য মামাকে ভালবাসি
কিন্তুু তাঁর দুপুর বেলার তৃব্র আলোর রশ্মিকে নয়।
আমি ভালবাসি সকাল বেলার  শু মধুর কন্ঠের পাখির ডাক কিন্তুু রাত্রি বেলার কোপ পক্কির ডাক অপছন্দ করি।
আমি ভালবাসি নদীর কল কলিয়ে আসা জোয়ার
এর সাথে সাতার কাটতে ও অপছন্দ ভাটা।