শেখ মজিবুর রহমান
মোঃ মেহেদী হাসান


১৯২০ সালে টুঙ্গিপাড়া  গোপালগঞ্জ,
জন্ম নিলেন শেখ মুজিবুর রহমান।
তখন কার সময় বাংলাদেশে পাকিস্তানি মানুষ গণ করতেন,
অন্যায় ভবে অনেক অত্যাচার জুলুম নির্জতন বাঙালি মানুষের উপর শাসন।
তাই ছোট দুধের শিশু শেখ মজিবুর রহমান তা দেখতে,
দেখতে অনেক বড় হন তখন মনের মধ্যে একটি প্রতিভা সৃষ্টি হলো।
যে কী ভাবে এই পাকিস্তানি মানুষের নিকট,
হতে বাঙালীদের কী ভাবে রক্ষা  করা যায়।
এই প্রতিভা নিয়ে শেখ মুজিবুর রহমান শিশু,
কাল কাটিয়ে ছিলেন মায়ের কোলে।
যখন তিনি কিশোর বয়সে পা রাখেন তখন থেকে, অন্যায়  অত্যাচার এবং জুলুমের প্রতিবাদ করতে শুরু করেন।
যখন তিনি বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ হয় তখন পাকিস্তানি গণ বাংলা ভাষা বাদ,
দিয়ে উরর্ধ ভাষা মাতৃভাষা করতে চেয়েছিল তখন তিনি প্রতিবাদ কররেন।
অন্যায় অবিচার এবং জুলুম এর প্রতিবাদ করার  জন্য শেখ মজিবুর রহমান,
কে অনেক বার জেল খারতে হয়েছে বাংলার মাটিতে এবং পাকিস্তানিতে।
তবুও তিনি হাল ছেড়ে দেয়নি প্রবাদ চালিয়ে গেছেন, এজন্য তাকে  এক সময় বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত  করা হয়।
হঠাৎ একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রেসকোর্স ময়দান তথা,
বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বসে বাংলাদেশ
স্বাধীনতার ডাক দেন।  
তখন ওই মাঠে ছিল প্রায় দশ লক্ষ মানুষ সবাই,
শেখ মুজিবুর রহমানের সাথে এক মত পোশন করেন।
তখন শুরু হয় তুমুল যুদ্ধ প্রায় দীর্ঘ সাড়ে নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের,
প্রানের বিনিময়   বাংলাদেশকে রক্ষা করতে এবং স্বাধীনতা অর্জন করতে সক্ষম হন।