জীর্ণ তনু তীর্থ হইয়া
   দাঁড়াইয়া বৃষ্টিতে,
রহিয়াছে এক পাণি বারিয়ে।
শক্তিতে ভরপুর করিলে কর্ম,
বাঁড়াইতে হয়না এই হস্ত।


ছিলাম এক সময়,
   করিতাম কর্ম।
নিয়তি আমার কেরে
    নিলো যে সর্ব।
করিলো অসহায়, রহিলো বডি।
দিন দিন আমি গুছায়াছি
অগ্রত্থ্য যাত্রার সবই।


ভূবনে মোর ঠাঁই, দিয়াছেন যিনি
করিবেন অন্নের ব্যবস্থা তিনি।


অন্ন করিয়া দান, দিলেন অবসান।
লক্ষ্য করিয়া মোরে, দুই পাঁজরের নিচে
রহিয়াছে সেলাইখান।


রোঁদে পুরিয়া, বৃষ্টিতে ভিজিয়া,
করিতে হইবেনা এই কর্ম।
দিলাম তোমায় নতুন এক মর্ম।
করিবে তুমি বেঁচিবে বিদ্যা,
এনে দিবে তোমায় জীবনে হর্ষ।


ক্রন্দন চোখে ভাসাইয়া বারি,
দুই হস্ত তুলে করিলো আরজি—
তিমির ঘরে দিয়াছে যিনি কর,
রাখিও দ্যুলোকে তাহারে।