তার জন্য অধীর অপেক্ষা
অপেক্ষা তার আওয়াজ,অট্টহাসির জন্য।
ধীরে ধীরে সে তাকালো
কাকে যেন চাইলো অস্ফুট দৃষ্টিতে।আরো
কিছু সময় কাটল এভাবে
অপেক্ষার বাঁধন খানিক ঢিলে হতেই
আবারো হেসে উঠলো সে।
আগের মতোই।অদ্ভুত
সে হাসি!
দীর্ঘ উৎকণ্ঠার পর জানলা খুলে এক ঝাক
সুভ্র বাতাসের পুলকিত র্স্পশে নেচে উঠলো
মন।খুব হাল্কা লাগছে নিজেকে।
অবশেষে
তার হাসি দেখতে পেলাম।