কলরব
মাহফুজা আক্তার এম.এ.কে


পাখির কলরবে ভাঙ্গলো ঘুম
আঁধার তমসা হলো গুম,
সূর্য প্রভাতকে দিলো চুম,
রোদ্দুরের পাখনায় তাই ধুম ।


বহুদিন পর প্রাতঃকালের দান,
হৃদয় মন্দিরে বাঁজলো গান,
অজানা সুরে হবেনা অম্লান,
কী বা হবে দিয়ে প্রতিদান ।


স্মৃতির চৌবাচ্চায় নিভু সুবাস,
কাষ্ঠ হাসির অভিমানী আভাস,
অন্তঃপুরে বাঁধলো নম্র নিবাস,
হেথায় চিরদিন করবে বসবাস  ।


২০/১১/২০ইং