হৃদয় বিনিময়ে আলাপ
মাহফুজা আক্তার এম.এ.কে

ওহে হাজার বেলী
তোমায় গত বছরে
নিবিঢ় নয়নে দেখেছি,
কত সময় পেরিয়েছে
অথচ এ বছরে তোমাতে
আজও সাক্ষাৎ হলো না!

সাক্ষাৎ তো ঠিকই হতো
সৌখিন সমাজের নির্মম
আচরণে তা সম্ভব হয়নি,
তবে ভরসা রাখি একদিন
কিন্তু ঠিকই সাক্ষাৎ হবে আর
হৃদয় বিনিময়ে হবে আলাপ !

১৮-০৪-২৫ইং