বিন্দু থেকে সিন্ধু
মাহফুজা আক্তার এম.এ.কে
জলের ক্ষয় কভু্ও কী হয়
যে জল নয়ন বেয়ে পড়ে,
ফোঁটায় ফোঁটায় বিন্দুস্থ
বিন্দু থেকেই সিন্ধু যে গড়ে !
সমান্তরাল কখনো কী মিলে
যতোই প্রান্ত সীমা আসুক নেমে,
নদীর স্রোত চলে নিজের মতো
কভু যায় না কারো জন্য থেমে !
০৮-০৬-২২ইং