গঠনমূলক যোগাযোগ
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি চাই না কেউ
করুণা করে বলুক
কেমন আছো?

আমি চাই না কেউ
ভদ্রতা বজায় রেখে
কথা বলুক!

আমি চাই না কেউ
গঠনমূলক যোগাযোগ
বজায় রাখুক!

আমি চাই স্পষ্ট ভাবে
কেউ আমার সাথে
যোগাযোগ না করুক!

২৩-০৪-২৫ইং