আরাধ্য সাধনায় অর্ধচন্দ্র
মাহফুজা আক্তার এম.এ.কে
সবুজ পল্লবের অন্তরালে ও অর্ধচন্দ্র
কেনো মেঘলা আকাশের শুভ্রতায়,
মৃদু ছন্দে নিজেকে লুকিয়ে রাখছো
আরাধ্য সাধনায় ডাকছি তোমায়!
এসো বরণীয় কামিনী পুষ্পের ঘ্রাণে
এই নিশি উৎসর্গ করি জলধির সাধে,
এসো জোনাকির নিভু আলোর বিভায়
মহাকাব্যে অমর হই অভিলাষ বরবাদে!
০১ জুলাই ২০২৫ইং