অদৃশ্য মগ্নতায়
মাহফুজা আক্তার এম.এ.কে

অন্ধকার রুমে প্রবেশ করে
মৃত আত্মাকে খুঁজে পেলো,
নিদারুণ ওই ঝলমল রূপে
অগ্নির পরশে স্বাদ পেলো!

কত কাল আবদ্ধ ছিল
কোনো পদচিহ্ন পড়েনি,
বাতায়নের নিথর বৃক্ষরাজি
মেঘে মিলনে আঁখি মেলেনি!

অবচেতনে মহাকাল পেরিয়ে
সহসা গোধূলির রক্তিমতায় ,
যোজন বিয়োজনের সমাবেশে
আশ্রয় নিলো অদৃশ্য মগ্নতায়!

২৫ জুন ২০২৫ইং