মায়া কানন
মাহফুজা আক্তার এম.এ.কে


এমন যদি হইতো অলি আর কলি
একই শাখে বদ্ধ থাকা সমারোহ,
তাহলে এই শহরে বেড়ে যেতো গলি
চারিদিকেই জমিয়ে পড়তো সে মোহ।
কামিনী প্রসূন দিতো সুবাস সাদরে
পথের পথিক যেতো থেমে ওই দ্বারে,
দস্যুরা সবিনয়ে ফিরে যেতো ঘরে
অলির মায়া কানন সাজতো বাহারে।


এই সবি সবিতার আলোর ঝলক
মহীতে কাব্য রসে ভিজিছে আলয়,
আত্ম যাপনে নাহি পড়তো পলক
অসচ্ছ তরঙ্গে উদিত বিনয় ।
পারাপারে প্রদাহের ফলাফল চুপ,
সহসা ঊষার কায়ে ভঙ্গের রূপ ।


(শেক্সপেরীয় সনেট)
১২-১০-২১ইং