প্রজ্ঞাপন
মাহফুজা আক্তার এম.এ.কে

ঝিঁঝিঁর ডাকা ভেজা সন্ধ্যায়
মেঘ কাটানো আকাশ পানে,
বুক পকেটে জমানো মান
ছুড়ে দিলাম নিশুতি টানে ।

হিয়া মাতানো জোনাকি জোড়া
দিচ্ছে আলো আশীর্বাদে,
রাত নিঝুম লোচনে ঘুম
বন্দি পড়ে তিমির ফাঁদে ।

শ্যাওলা ধরা দেয়াল গায়ে
অনুরাগের প্রজ্ঞাপন,
দূরের তীরে আলোক বাতি
শোক সভার প্রতিফলন ।

০১-০৭-২১
(মাত্রাবৃত্ত ৫৫৫৫)