আষাঢ়ের বৃষ্টি
মাহফুজা আক্তার এম.এ.কে
আজ আষাঢ়ের বৃষ্টির সাথে
প্রথম পরশে সাক্ষাৎ হলো,
জোড়া কদম ও কাটগোলাপ
তাই বিনম্র সম্ভাষণ জানালো!
মেঘের ও বক্ষ বিদীর্ণে ঝরলো
আর মৃত্তিকা মায়ায় জড়ালো,
তাই দেখে স্নিগ্ধ কামিনী পুষ্প
মোহিত ছন্দে সৌরভ ছড়ালো!
১৯ জুন ২০২৫ইং