স্তব্ধ প্রহরের বর্ষণ
মাহফুজা আক্তার এম.এ.কে
অবকাশ ফুরানোর আগেই
কভু বিলিন হলে ওই গগণে,
সন্তর্পণ নক্ষত্রদেরও রাজ্যে
খুঁজিও স্তব্ধ প্রহরের বর্ষণে!
অদৃশ্য অনুরাগেরও প্রাসাদে
আভাস পেতেও পারো ছন্দে,
যেভাবে প্রণত ব্যগ্র অভিলাষ
স্বর্গে নিলয় গড়ে পরমানন্দে!
২৭ জুন ২০২৫ইং