মেঘের পরশ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই বহতা নদীর কিণারায়
শীতল সমীরণের মেলা,
সুপ্ত হৃদয় মাঝে জাগায়
প্রাণবন্ত গোধূলির হেলা !
ভাবুক মন মগ্নচৈতন্যে
কাটায় শ্রান্তিহীন বেলা,
মেঘের পরশের বাহবায়
শুভ্রতা উড়ায় নীল ভেলা !
সূর্যের কিরণের আদরে
জলেরা ঝলসায় নয়নমণি,
গূঢ় সব কথার প্রতিধ্বনিরা
কাশবনে হারায় স্পন্দন খনি !
১৪-০৭-২২ইং