দ্বীপদেশে সুর
মাহফুজা আক্তার এম.এ.কে

নীহার মানে একলা সকাল
হিম মাতানো বিভা,
হাজার ভিড়ে শশীর জ্যোতি
নিবিঢ়ে আজ সভা..!

জমানো আবেশে হিয়া
নির্বাক গুপ্ত কোণে,
আবির বিকেলের অস্তরাগ
পাখির ধ্বনি শোনে..!

নির্জন বাসী রয় না দ্বোরে
আকাশে ঘর খোঁজে,
দিক ভুলে হাত টি বাড়িয়ে
দ্বীপদেশে সুর বোঝে...!

(স্বরবৃত্ত ৪+৪+৪+২)

21@07@20