বন মুরগি
সেও আমার পাশের ঘরে হাই তুলত
সাতসকালে
ক’ ক’ কক্ আওয়াজ দিত
কি বোকাটাই ছিলাম আমি
খুঁট শব্দে
প্রাণ পাওয়া জানালাতে পেরিয়ে যেত অনেক দুপুর
ঘোর তমসায়
বাঁকা হাসির ছোবল লেগে
কি এক নেশায়
হাজার বছর
প্রাণ পাওয়া সেই জানালা
আবির খেলায় ডাকত আমায়
কি বোকাটাই ছিলাম আমি
হাত কাঁপতো পা কাঁপত লাল হতো চোখমুখের ভাষা
ছলাত করে ডানা ঝাপটা তরাক পানি উছলে যেত


সেই জানালায় মরতে যাব, হাত বাড়ালাম
হঠাৎ দেখি সেই জানালা মরুভূমি।


বন মুরগি উড়াল দিছে আনবাড়িতে।
কি বোকাটাই ছিলাম আমি
মরা হয়নি
কষ্ট নিয়ে বেঁচে আছি
বন মুরগির মতোই এখন
মুক্ত স্বাধীন
অপেক্ষাতে
চেয়ে চেয়ে সেই জানালায়


কি বোকাটাই ছিলাম তখন
কি বোকাটা এখনো আছি।