কাজে বসছে না মন ।
আগে ছিল না এমন ,
যেন যেমন তেমন ,
আমার কাটছে জীবন।


আপু, তুমি ব্যস্ত বেশি
আমি তোমাকে জ্বালাতাম ।
ছোট ছিলাম তাই
না বুঝেই কষ্ট দিতাম ।


আগেও বৃষ্টি হতো
এমনি করে,
ভিজেছিলাম একসাথে
তোমার হাতটি ধরে ।


আমি একা হাঁটছি  ,
যেন এক বন্ধুর পথে ।
তুমি যে পাশে নেই আমার ,
যেন আর কেউ নেই সাথে ।


একটু বকা দিয়ে যাও
তাতেই আমি খুশি ।
তোমার  স্মৃতিই কেবল
হৃদয়ে পুষি ।


                     ২৪ মে,২০১৪