বিজয়ের ধ্বনি, ঐতো
ঐতো বাজছে শুনি।
কই, ওতো গাছের ডালে
বসে দেখি ডাকছে পাখি।
ডাকছে পাখি মুক্তবাকে
ওটাই তো বিজয় ধ্বনি, তাইতো_ নাকি!
ঐ দেখো, কেমন করে
বীর সন্তানেরা ঘুমিয়ে গেছে।
মায়ের বুকে মাথা পেতে।
এসো ওদের জাগিয়ে তুলি
শুনতে পাচ্ছি বিজয় ধ্বনি।
ওরা কি ঘুমিয়ে রবে মায়ের বুকে?
এসো ওভাই দামাল ছেলে
ঘুমিয়ে রইস না মায়ের কোলে।
জাগিয়ে দেখো উড়ছে নিশান
মৃদু বাতাসে গগন পানে।
কেন ওভাই নাকের মাঝে?
রক্তমাখা গন্ধ ভাসে।
এতো দেখি, আমার ভাইয়ের
রক্তের ঘ্রাণ লাগে।
তবে কি আর?
জাগবে না ভাই আমার।
ঘুমিয়ে রবে মায়ের কোলে
আমায় ভূলে চুপটি করে।