অভিলাষী দিনগুলো আজ কেটে যাচ্ছে
হাওয়া তেরে আসছে ফুসফুসের অভ্যান্তর থেকে।
একান্ত ভাবে ভাবছি-
কি হলো এসব? কি হবে?
জীবনের গতি কি এমনই!
কোনো বিরতি নেই, কোনো প্ল্যাটফর্ম নেই
কিছু বিরক্তি, কিছু হতাশ্বাস নিয়ে এর পথ চলা।
চার দেয়ালের বাইরে কান পাতলে
শোনা যায়। ওদের সফলতার জয়ধ্বনি।
ব্যার্থতার গ্লানি নিয়ে থাকতে হয়
আমায় চারদেয়ালের ভেতরে।
পেয়েছি, আমার প্রাপ্যতা আমি পেয়েছি।
তাতেই আমি সন্তুষ্ট কিন্তু
কূপমন্ডুকের দল আমার প্রাপ্যতায় পরিতৃপ্ত নয়।
ওরা কি চায় ? কি দিয়েছে আমায়?
উৎসাহ-উদ্দীপনা, এতটুকু সান্তনা।
ওরা শুধু চেয়ে যায় রাশিরাশি
দিলে ছুটে পরিহরি, নেয় ওরা ভুরিভুরি।
শুনবে না ওরা কারো আহাজারি।