অনুকাব্য-২৪


কতেক দেখিনি,
শতেক খুঁজিনি,
চেয়েছি কেবল তোমাকেই।
যত আয়োজন,
শত প্রয়োজন,
যুগে যুগে ছিল তোমাতেই।


অনুকাব্য-২৫


তোমায় ঘিরে ভাবনা গুলো
নীল আকাশে মেলুক ডানা,
মেঘের মতো দূর সুদূরে,
হারিয়ে যাবার নেইকো মানা।


অনুকাব্য-২৬


আমি মোমবাতি নই,
নিজেকে নিঃশেষ করে আলো বিলাবো,
আমি ল্যাম্প পোস্ট নই,
স্থির দাড়িয়ে ঝড়, বৃষ্টি সয়ে যাবো,
আমি তোমার মনের আকাশে,
অমল ধবল জোৎস্না হবো।


অনুকাব্য-২৭


ভাবছ কেন হারিয়ে গেছি,
রয়েছি কোন সুদূরে,
খুঁজে দেখো আমি আছি,
তোমার মন মন্দিরে।


অনুকাব্য-২৮


তুমি সুন্দর তাই কবিতা সুন্দর,
সুন্দর তোমার প্রাণ,
তাইতো আমি কবিতা লিখি না
তোমায় লিখি জান।