বরষা ও কদম

আষাঢ়ের নবঘনে ললনাপ্রিয় মেলেছে সরু আঁখি,
মঞ্জরী সুবাসে ভেজা মন বিপুল হরষে তরু পাখি,
প্রাণেতে বাঁজে তার বাঁশি,
অধর পল্লবে জাগে হাসি,
শিখণ্ডী সুখে মৃদু বায় শাখে দোল খায় প্রীতি রাখি।

৩০/০৬/২০২৫ খ্রিঃ


ঢোল কলমি

ঝোপের পাশে কেরে হাসে গোলাপি এক রঙা ফুল,
অনাদর আর অবহেলায় আগাছা নামে বাড়ায় কুল,
মাটির টানে সদলবলে,
ঢাল হয়ে যায় প্রতিকূলে,
আসুক যত ঝড়, বাদল, বানেতে নড়ে না একচুল।

২২/০৫/২০২৫ খ্রিঃ