হাজার তারার পৃথিবীতে,
যখন আমি ছিলাম একা,
সদ্য ফোটা গোলাপ হয়ে,
মন কাননে দিলে দেখা,
ভোরের কোমল সূর্য হয়ে,
ছড়িয়ে দিলে মায়ার কিরণ,
ভালবাসার আলতো ছোঁয়ায়,
সাজিয়ে দিলে নিঃসঙ্গ জীবন,
রাখলে আমায় আপন করে,
বুকের ভেতর হৃদয় মাঝে,
জনম জনম এমনি রেখো,
দিবা-রাতি, সকাল-সাঁঝে,
স্বপন ভাঙ্গা আঁধার এসে,
যদি রাখে আমায় ঘিরে,
ভালবাসার আঁচল মেলে,
রেখো সেদিন দুহাত ধরে,
সকল আঁধার সরিয়ে দেবো,
জড়িয়ে তুমি থাকলে পাশে,
উড়িয়ে দেবো সুখের পায়রা,
তোমার মনের নীল আকাশে,
মন খেয়ালে হেলার ছলে,
যদি ভুলে যাও আমাকে,
মরার আগে মরবো জেনো,
তুমি বিহীন এ পৃথিবী থেকে,
নাই যদি পাই তোমায়, আমায়
পড়লে মনের সুখ স্মৃতিতে,
একটা গোলাপ ভুলেই না হয়,
দিও আমার সমাধীতে।


১১/১১/১৯৯৭ খ্রিঃ