কলিরা মেলেছে আঁখি পুষ্প শাখেতে,
নাচিয়া চলিছে অলি মধু শুষিতে,
রবি করে প্রাতে জ্বলে নিশির শিশির,
হরষে যাতনা মনে প্রেম পিয়াসীর,
মানসে তুমি আছ মোর স্মৃতি ঘিরে,
নহে তবু বাজে বীণা হৃদয় গভীরে।


উপরের কবিতায় আছে
ছোট্ট একটা ধাধা,
যে যার মতোন মিলিয়ে দেখো
নেইতো কোনো বাধা,
তাকে ঘিরেই আমার যত
ভালবাসা প্রেম,
লাইনের প্রথম অক্ষরে তার নাম
যতনে লিখে দিলেম।