মেঘবালিকার মেঘের আঁচল আকাশে ছড়িয়ে পরুক,
এবার না হয় সাদায় কালোয় খানিক বৃষ্টি ঝরুক।
শোন দিবাকর,
কষ্ট প্রাণের পর,
কমাও তোমার অনল কিরণ তেজ,
তপ্ত ভীষণ কুসুম কোমল সেজ।
খুব যতনে নিচ্ছ প্রতিশোধ,
নোনা ঘামে ভোতা অহংবোধ,
বলছি বটে সৃষ্টির সেরা আমি,
আর সকলের চাইতে অনেক দামি,
কর্ম আমার কি বোকাটে,
ধ্বংসের আয়োজন,
অবুঝ হয়ে সবুজ খেয়ে ভরছি লোভের মন।
সবই জানি, সবই বুঝি,
মানছি সে আর কয়জন?
অনেকখানি সবুজ আর একটা নীলাকাশ,
কত্ত প্রয়োজন।
সব মনেতেই এখন একটা শ্লোক,
তপ্ত ধরনী এবার শীতল হোক,
চাইছি তোমার অগ্নিজলে পড়ুক বরিষণ,
শীতল করো ধরার কায়া ভুলে বৈরী মন।


         ২৭/০৪/২০২৪ খ্রিঃ