তোমার সাথে হয়না দেখা,
মাঝখানে এক হৃদয় রেখা,
তোমার আমার মস্ত বাধা,
সহজ পথের গোলক ধাধা,
মনের দুয়ার হূরকো তুলে,
শব্দ সাজাই কলম খুলে,
পাঠিয়ে দিব পড়ে নিও,
ইচ্ছে হলে জবাব দিও,
কাটুক নাহয় এমনি প্রহর,
নিয়ন আলোয় ব্যস্ত শহর,
আকাশে চাঁদ একলা জাগে,
সূর্য কিরণ দেখার আগে,
কড়া নাড়ে ভোরের হাওয়া,
এই কিছুক্ষণ সঙ্গ পাওয়া,
ঘাসের শিশির পায়ে চুমে,
গোলাপ কলি রেখে ঘুমে,
হারিয়ে যাই হাজার ভিড়ে,
ফিরব আবার সান্ধ্য নীড়ে,
থাকুক যাহা যেমনি আছে,
নেই প্রয়োজন কারো কাছে,
কাটছে সময় রংধনু দিন,
রাতটা কেবল স্বপ্ন বিহীন।


       ০৮/০৪/২০২৪ খ্রি: