একটা কবিতা লিখব বলে,
অনুপম শব্দের খোঁজে হই পরিব্রাজক,
     সাগর তটের বালুকাবেলায়,
     দূর আকাশের চন্দ্র, তারায়,
         শব্দ খুঁজে মরি।
অথচ কেমনতরো অন্ধ হলাম আমি?
      চোখের সামনে আমার
      অপার শব্দের সমাহার।
    তোমার আঁচল চাপা হাসি
     যেন শ্রাবণ শীতল ধারা,
   তোমার খোলা চুলের ভাজ,
      যেন নদীর নরম ঢেউ,
   তোমার কাজল কালো চোখ,
      যেন সম্মোহনী মায়া,
   তোমার দিঘল কোমল তনু,
   যেন স্বর্ণ লতিকার দোলা,
তুমি আমার শত শব্দের অলংকার।
   তোমাকে বুনন করি যতনে,
প্রতিদিন, প্রতিক্ষণে আপন মনে,
    ভালবাসার প্রতিশব্দ তুমি,
    তুমিই যে আমার কবিতা।


      ০৯/০১/২০২৪ খ্রিঃ