কেন ভালোবাসি? তোমার প্রশ্নে
হেরে যাই বারবার,
দেয়ালে দেয়ালে হয়নি লেখা
হৃদয়ের কারবার।


তোমায় ভেবে সকালের শুরু
হৃদয়ের জানালায়,
স্নিগ্ধ-সিক্ত আবেশ যেন
আমার উঠোন পায়।


সেই উঠোনে তোমার স্বরে
স্বপ্নেরা ডানা মেলে,
আমি ডুবে যাই বাস্তবতায়
যেখানে স্বপ্ন খেলে।


প্রখর দুপুরে খানিক ক্লান্ত
স্বপ্নের বিশ্রাম,
তুমি ডেকে যাও যায় ছড়িয়ে
সতেজতা অবিরাম।


সেই সতেজতা মিশে থাকে যেন
ঈষৎ বিকেল জুড়ে,
বুনো বাসনায় যাই হারিয়ে
তোমার আকাশ ঘুরে।


সেই আকাশে সন্ধ্যা নামে
জোনাকিরা থাকে ঘিরে,
তোমার কানে কথা বলে বলে
আমি তোমাতেই আসি ফিরে।


সন্ধ্যার পর তোমাতে ফিরে
আমি ফিরে পাই ঘর,
এক চিলতে আঙিনায় যেন
সুখে রা করে ভর।


হৃদয় কোটরে তোমার অবাধ
বিচরণ রাতদিন,
তোমায় ঘিরে সবটুকু আমি
তোমাতেই হই লীন।