অাজিকে অামার বাচিঁতে চাহে মন..
ধরার মাঝে থাকিতে চাহে সদা-ক্ষন..
রহিতে চাহে রেণুর মাঝে,ফুলের মাঝে হায়-
চাদেঁর অালোয় থাকিতে চাহি, ঝলকিত জোছনায়..!
অাকাশ জুড়ে উড়িতে চাহি,মেলিয়ে ডানা তায়..
ডুবিয়ে তব থাকিতে চাহি, রঙ্গীন ভাবনায়..!
অাজিকে কেন মরিতে চাহে না হৃদয়..
সূর্যতাপে মনের মাঝে চাঁদ উদয়..!
অাহা..! কেমন যেন ভাবছি মনে, অাজি..
সায় দিয়ে যায় সবুজ সকল বৃ-ক্ষরাজি..
ধুন্দল বনে উড়ায় ঘুড়ি অাকাশ জু-ড়ে...
তাহার মাঝে কাকতাড়ুয়া অাকাশ ফোড়েঁ...!
স্বপন সকল দেখছি বসে, রঙিন না-য়ে..
ঘুরছে যে মন শরীর হতে, সকল গাঁয়ে...
ফুটছে যে ফুল অাজি অামার, হৃদয় ভরে..
চাচ্ছে যে মন ইচ্ছে যেন নাহি মরে..!
হৃদয় জুড়ে নানান সাধের জোয়ার..
কলকলিয়ে খুলল কে বা দুয়ার..
তাহার মাঝে যেতে চাহি, বারে-বারে...
মনযে অামার চাদেঁর অালোয় অাজি স্নান সা-রে...
জো-নাকীদের অালোয় মাখি অা-ঁখি...
রেণুর মাঝে হৃদয় অামার রা-খি...!
ধরা হতে না যেতে চায় মন অামার..
বাচিঁতে চাহি,..!এ ভুবন, যে তোমার..!
তাহার মাঝে মন যে অামার লু-টায়...
উড়ছি মেলে অাকাশ জুড়ে নীল ডানায়..!
অা-হা..!.তাহার মাঝে থাকিতে চাহি অাজি..
নাও ছাড়িল মনের .., সুজন-মাঝি..!
বাচিঁতে চাহি ধরার মাঝে অা-মি....
চিরদিনই যেনো থাকি..। হে প্রেমী..!
বাচাঁও মোরে.!.বাচাঁও তুমি স্ব-পন..
তাহার মাঝে যেন গো অামি হই অাপন..!
অালোর মাঝে বাচাঁও তুমি মো-রে...
চাহি না তবে থাকিতে অনা-দরে...।
বাচাঁও মোরে,বাচাঁও তব তা-রে....
লীলার মাঝে বাচিঁও রেখো যতন ক-রে...!.
অাজিকে অামার বাচিঁতে চাহে মন...
ধরার মাঝে থাকিতে চাহে সারা-ক্ষণ.....!