বেইমান তুমি খেয়েছ আমার ধান,
কুড়িয়েছ আমারই খরকুট,
বুনেছ ঘর আমারই টিনের চালের তলে।


সংসার বেধেছ, গড়েছ পরিবার।
দেখিয়া ভাবিতাম আহা সুখ কি এই চালের ই তলে?
তবে কেন এই নিষ্ঠুরতা ধ্বংস করিলে আমারই গাছের ফল?
তুমি কি জানতে না জাম আমার কত প্রিয়?
তাইতো আশায়  ছিলাম সারা বছর কবে আসবে গ্রীষ্মকাল।
তুমি বেইমান ভোগে ও ভরেনি পরান, তাইত এঁটো জাম দিয়ে ভরেছ আমারই বাড়ির উঠান।


তুমি বেইমান ,তুমি বড় বেইমান।