গোলাপ তুমি ছিলে প্রেমিকের প্রতিনিধি,
তোমায় ছাড়া হয়নি প্রেম , লিখা হয়নি প্রেমিকার ডায়ারি।
তবে আজ তোমার দেখা পাওয়া বরই মুশকিল,
প্লাস্টিক বাহারি রঙ এর ফুল তোমায় করেছ দুষ্প্রাপ্য।


তবে আজ কি প্রেম হচ্ছে না নগরিতে ?
আজ প্রেমিক এর প্রতিনিধি বাহারি রঙ এর প্লাস্টিক ,
জীবন হীন এই প্লাস্টিক সুবাস ছড়ায় না।
মান সম্মত প্লাস্টিক দীর্ঘ স্থায়ী তবে মৌমাছি বসে না।

আজ গোলাপ তোমায় সুধু উনিশ দশক এর লিখা ডায়েরিটা তে দেখা যায়।