এই আকালের দেশে অকালে মরার আগে
বন্ধু তোমার লেখনীতে শান দাও ।


আঁধারে আলোতে স্বপ্ন দেখেছি কত
আকাশের নীচে তুমি আমি মুখোমুখি,
বন্ধু, সেসব স্বপ্ন গেছে তো ভেঙে -
নতুন স্বপ্ন দেখবে কি আর তুমি ?

বিশ্বাস সব ভেঙেছে আমি তো জানি,
ছেড়েছে তোমায় প্রিয়তমা, প্রিয়তম,
তবুও বন্ধু সেসব দুঃখ কথা
একবার, তুমি একবার লিখে যাও ।


কষ্ট যাদের গলা বেয়ে বেয়ে ওঠে,
জীবন যাদের শুকিয়ে শুকিয়ে কাঠ,
তাদের জন্য লড়াই করেছ তুমি,
রক্তে ভিজেছে পথ ঘাট আর মাঠ ।

রক্ত সেসব বিকোল জলের দামে,
তোমার লড়াই ভুলেছে ক্ষমতালোভী ।
সে ইতিহাস বিস্মরণের আগে
একবার, তুমি একবার লিখে যাও ।

এই আকালের দেশে অকালে মরার চেয়ে
বন্ধু তোমার লেখনীতে শান দাও ।

১৩ জুলাই ২০১৪