নিরব নিথর ফুলের হাঁসিতে কি বুঝিয়া হাহুতাশ
কেহবা রাতের রূপালী জোত্‌স্নাতে
কেহবা দিগন্ত রবির সোনালী আলোকে
সুখ প্রিয়ার পানে চেয়ে ঢালে প্রণয় নির্যাস ।


কলমি লতার জড়ানো শাখায় পাপড়িতে সুঢৌল
বেগুনী ফুলের মঞ্চ মৃদু অনশনে
প্রকাশে বিরহ সে; প্রেমে, অশ্রুজলে
শ্রদ্ধা্‌র্ঘ জানাতে তাহে বুক চিরে আনে শত শত ফুল ।


কী বুঝিয়া ওরা নিশিতে ফুটে প্রভাতেই যায় ঝড়ে
মোরাই বা কেন শিউলী শেফালী বনে
অহমিকা আর উন্মাদে দৃঢ়পদে যাই দলে
প্রতিদান বুঝি এমনি রে! না বুঝে বোকাই র’লি পড়ে ।


মুল্য দিতে কজনই জানিতো তোকে “ওহে সুন্দর”
ধরা’পর ধ্যানীর আসর এভাবেই চিরদিন
এ ধরায় কত ছড়াবে শান্তি; হইবে বিলীন
কত আর কাঁদিবো নিঃস-পুণক, ভাবি নিরন্তর ।