তুমি নিষ্প্রভ শুধু হাসি দিয়ে গেলে
রেখে গেলে পাঁপড়িটা- ছিল তোর দলে
রেখেছিনু সযতনে হৃদয় গহীনে
ফুসে ওঠ তাই ভাসি জলে পলে পলে ।
যদিও বর্ষা নিদারুন বৈশাখ মনে
মোর ঝাঁঝড়া বুকে বেদন বর্শা হানে
ভালবেশে হলো কাল, যাবে যদি ছেড়ে!
কেন পুড়ে মরি আজো কোন বিষ পানে ।


কানন আজি শত গোলাপে ভরপুর
শত কোলাহল সেথা পুলকে মধুর
তার মাঝে থেকেও সেথায় নেই আমি-
হে কুসুম! ফেদেছ তুমি নির্বাক ছলে
গুন্ঠিত থেকে তোমার ইন্দ্রজালে
কাহার কাঁদা কাঁদি জানে অন্তর্যামী ।।