হঠাত্‌ থমকে যাই সেই তীর ঘেঁষা পথ কিনারে
তটিনীর নির্ভাবনাময় সর্পিল বেয়ে চলা
নিরন্তর দোলাদলি, ঢেউয়ে ঢেউয়ে ছোলাছুলি
আত্মহারা মোর প্রিয়ার মতন ।


এ পাড়ার এ গ্রাম কত ভালবাসে তোরে
কত অনুরাগে আগলে রাখে মায়ার আঁচলে
হে স্মৃতিময়! প্রলুব্ধ মায়াবতি নারীসম তোর মন
মায়াজালে জড়ালে কত শতরঞ্জি যৌবন ।


জনমে জনমে কাঁদালে শতজনে কুলুকিনি-
তুমি যে ধরায় চিরদিনই সাগর সপিনী
মায়বিনী-সুকন্ঠী মনহরী আত্মগর্বা প্রিয়া কেন-
আজও দুর্বল করে- তোমার কাতর নয়ন ।