তুমি বীরঙ্গনা বঙ্গীয় কোন নারী
মহা সন্মানী শ্রেষ্ঠজাতি'র মুসলীমজাদী ।
চির উন্নত সেই জাগ্রত মুসলিমের করুণ ইতিহাস
বীরমাতা বীরঙ্গনা; সকীনার কোলে
বিছানো রক্তাক্ত প্রান্তর ।
-লোহিত স্রোতে ভাসে শত শত লাশ ।


নিঁখুত ভালবাসায় সিক্ত হৃদয় তোমার
যেমন স্বর্ণ সোহাগায় পুড়ে আরো খাঁটি হয় ।
কেন হলে উন্মাদিনী ময়দানে তুমি
অলীক প্রপাগান্ডা শুনে “স্বামীর মৃত্যু”
অবশেষে তুমিই নিঃশেষ হলে তার আগে ।
তুমি নহ সেই বীর ললনা-
তারই জাতক বটে; রক্ত বাংলার নও বীরঙ্গণা ।
যার দীঘী ভরে গেছে লাল লিলি পদ্ম কমলে
আর আনন্দ নাচে আনাচে কানাচে তার
কুসুম সুবাসে দোয়েলার শীসে ।