যতই ঊর্ধবগামী হও শেঁকরে আসতেই হবে
অদুর কিংবা সুদূর জানিনা কখন কবে?
জেন, শেঁকরে তোমায় আসতেই হবে ।।


আজ তুমি ধনী-বিত্তবান
ক’দিন আগে ছিলে কী সেই বিচারে
তোমার জৌলুস চাকচিক্য সন্মান
ফিরিবে পথে বিধি নিয়মে অকাতরে ।

মাথার মুকুটে নয় গোরা’তে তব পরিচয়
নিচে তবে রাখ চোখ হতে বোধের উদয় ।
হস্ত তোমার যতই দীর্ঘ হোক
ধর তব হাতে আকাশের চাঁদ
কষ্টে যখন দু’হাতে চাপরাবে বুক
দেখিবে দাঁড়ি আছ কোথা, কোথা পদ ।
যৌবন-বীর্য ঐশ্বর্য তোমার সবে নিষ্ফল
ভেঙ্গে গেলে কারুকাজ মাটি বৈকি আছে বল?


জগতের মাঝে সুখ মেগে হলে ভেপু
তোর কাছে কীসে সুখ? জিগাও বুভুক্ষুরে-
জগতের কাছে কিছু চাই নাতো বাপু
দিন গেলে শুধু যদি মোর মেটে খিদে,
রাজার সিংহাসনে বসি সেও ভাবে নিজে
আমি আর কিছু নহি ভাই এক “মাটি ভিজে” ।